নিউজ ডেস্ক:
ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে তারা। একই থালায় খাবার খেয়েছে। একে অন্যের ছায়াসঙ্গী হয়ে থেকেছে সবসময়। একজন আজ আর নেই। তবু তার অংশের খাবার টা আজও বাটিতে অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দেয় কুকি। এই কুকি কোন মানুষ নয়। কুকি একটি পোষ্য কুকুর।
ঘরে মাত্র একটাই খাবার বাটি ছিল। টুইটার-এর এক ইউজারের দুই পোষ্য সেই এক বাটিতেই খাবার খেত। কুকির খাওয়া শেষ হলে অন্য পোষ্য স্টিচ খেত বাকি অর্ধেক। ছোট থেকেই নিজেদের খাবার ভাগাভাগি করে খেয়ে এসেছে কুকি আর স্টিচ। কিন্তু স্টিচ আর বেঁচে নেই৷ কিন্তু স্টিচকে আজও ভুলতে পারেনি কুকি। খাওয়ার পর আজও অর্ধেক খাবার বাঁচিয়ে রেখে দেয় স্টিচের জন্য। এই ছোট্ট গল্প বলে দেয় অনেক কিছু৷
টুইটারে @_EasyBreasy_ নামের ইউজারের এই দুই পোষ্য-এর কথা শুনে বহু মানুষ দুঃখ চেপে রাখতে পারেননি। তার এই ছোট্ট টুইট দেখে পশু প্রেমি বাকি টুইট ইউজাররা শেয়ার করছেন তাদের মনের কথা। টুইটে ছবিও পোস্ট করা হয়েছে। যেখানে কুকির খাবারের বাটিতে অর্ধেক খাবার তখনও রয়েছে। কুকি আর স্টিচের আগের ছবিও শেয়ার করেছেন তিনি।