শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫

সংসদে বিরোধীদলের ভূমিকায় থাকবে ১৪ দলের শরীকরা : নাসিম

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আনুষ্ঠানিকভাবে বিরোধীদল না হলেও সংসদে বিরোধীদলের ভূমিকায় থাকবে ১৪ দলের শরীকরা।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে আয়োজিত এক শোকসভায় তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আহবায়ক শাজাহান খান সভায় সভাপতিত্ব করেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দলের শরীকরা সংসদে সরকারের ভুল ত্রুটির সমালোচনা করবেন, তারা গঠনমূলক আলোচনা করবেন। তারা সংসদ এবং সংসদের বাহিরে অনুষ্ঠানিকভাবে না হলেও বিরোধী দলের ভূমিকা পালন করবেন।’
তিনি বলেন, ‘সরকার ও বিরোধী দল উভয়কেই হতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির। এ লক্ষ্যেই বিরোধী দলের ভূমিকায় থাকবে মুক্তিযুদ্ধের সপক্ষের জোট ১৪ দলের নেতারা।’

Similar Articles

Advertismentspot_img

Most Popular