নিউজ ডেস্ক:
আগামী ২ মে দশম জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হবে। ওই দিন বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।গতকাল রবিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।
এর আগে, গত ১১ মার্চ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয়। সাধারণত অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়।