সংবিধানের আলোকেই বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে : মেনন

0
20

নিউজ ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সংবিধানের আলোকেই বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে।
আগাম নির্বাচন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্দিষ্ট সময়ের আগে নির্বাচন হবে না’।
রাশেদ খান মেনন বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া নীলকুঠিতে ইকোপার্ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
দুপুর সাড়ে ১২টার সময় ফলক উন্মোচন শেষে কবুতর উড়িয়ে ইকোপার্কটির উদ্বোধন করেন। পরে ইকোপার্ক চত্বরে একটি হরতকি প্রজাতির ওষধি বৃক্ষ রোপণ করেন।
ইকোপার্ক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের শপথ নেয়া মুজিবনগরে স্থাপিত মুক্তিযুদ্ধে বাংলাদেশ মানচিত্র প্রকল্প, আমঝুপি কুঠিবাড়ি ও এই ভাটপাড়া ইকোপার্ককে আগামী এক বছরের মধ্যে পার্ক ট্যুরিজোম হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, গত এক বছরের মধ্যে দেশের অভ্যন্তরে এক কোটি পর্যটকের স্থান হয়েছে। ছুটির দিনে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে পা ফেলার জায়গা থাকে না।
অনুষ্ঠানে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবলু হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো’র সদস্য নুর আহমেদ বকুল, জেলা ওয়ার্কাস পার্টির সেক্রেটারি এম এ মাবুদ, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণু পদ পাল, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদ।
অনুষ্ঠানের ২য় পর্যায়ে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে নকুল কুমারের পাশাপাশি স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।