বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সংবাদমাধ্যমে জীবিত প্রাণীর ছবি নিষিদ্ধ করল আফগানিস্তান

আফগানিস্তানের সংবাদমাধ্যমে জীবিত প্রাণী বা মানুষের ছবি নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) জারি করা নতুন এক নির্দেশনায় বলা হয়েছে, দেশের কোনো সংবাদমাধ্যম জীবিত প্রাণী বা মানুষের ছবি প্রকাশ করতে পারবে না।

তালেবান সরকারের পাপ ও পূণ্যবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় আরও বলা হয়েছে, ইসলামকে কোনোভাবে অসম্মান করে— এমন কোনো লেখাও ছাপা যাবে না।

মন্ত্রণালয়ের মুখাপাত্র সাইফুল ইসলাম খাইবার জানিয়েছেন, আপাতত কয়েকটি প্রদেশে বলবৎ হবে এ আইন; পরে পুরো আফগানিস্তানে কার্যকর করা হবে।

খাইবার বলেন, “আইন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রকার জবরদস্তি করা হবে না। এই আইন আসলে এক ধরনের পরামর্শ, কিংবা আপনি বলতে পারেন জনগণকে এটা বোঝানোর একটি প্রয়াস যে শরিয়া আইনের সঙ্গে যেসব বিষয় সাংঘর্ষিক, তা অবশ্যই এড়িয়ে চলতে হবে।”

তালেবান কর্তৃপক্ষ এই আইনটি বাস্তবায়নে আপাতত জোর-জবরদস্তি করবে না, তার আভাস পাওয়া গেছে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমেও। তালেবান নেতা ও যোদ্ধারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি আপলোড করে যাচ্ছেন আইনটি পাস হওয়ার পরও।

১৯৯৬ সালে আফগানিস্তানে তালেবান বাহিনীর উত্থান ঘটে। ২০০১ সালে টুইন টাওয়ারে হামলা হয়। হামলা করে আল কায়েদা। আল কায়েদার সঙ্গে সখ্যতার জেরে মার্কিন ও ন্যাটো বাহিনীর অভিযানে ক্ষমতাচ্যুত হয় তালেবান গোষ্ঠী।

মার্কিন ও ন্যাটো বাহিনী ২০২১ সালের আগস্টে আফগানিস্তান ত্যাগ করে। মার্কিন-ন্যাটো সেনাদের বিদায় নেওয়ার পরে কাবুল দখল করে তালেবান বাহিনী। এখনও আফগানিস্তানে ক্ষমতাসীন রয়েছে তারা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular