নিউজ ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল প্রসঙ্গে অর্থমন্ত্রীর বক্তব্য ভয়ংকর। তবে এর পরিণতি শুভ হবে না।
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরামের উদ্যোগে নিরপেক্ষ, অংশগ্রহনমূলক নির্বাচন প্রয়োজন রাজনৈতিক ঐক্য’ শীর্ষক ওই আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় মওদুদ বলেন, সরকারের একজন অত্যন্ত সিনিয়র মন্ত্রী তিনি। শুক্রবার সেই মন্ত্রী বলেছেন, যতবার সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হবে, ততবারই আবার তারা সেই বিল বা আইন পাস করবেন। অর্থাৎ সংবিধানকে সংশোধন করবেন। এটা একটা ভয়ংকর কথা। এতে প্রমাণ করে,সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালত বা বিচার বিভাগের প্রতি তাদের কোনো আস্থা নাই। সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না।
নাগিরক ফোরামের সভাপতি আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে ও সহসভাপতি পারভেজ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম হাসান তালুকদার প্রমূখ।