বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

শ্রীলঙ্কার হারে স্বস্তিতে বাংলাদেশ !

নিউজ ডেস্ক:

নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে শ্রীলঙ্কা দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বেই বিদায়! পাশাপাশি ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার। সব মিলিয়ে পুরোপুরি এলোমেলো লঙ্কানরা। আর এমন সময় ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও সেটা পারেনি টিম শ্রীলঙ্কা। আর তাতেই স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে।

গতকাল শুক্রবারের ম্যাচে র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে ৩১৬ রান করেও হার এড়াতে পারেনি  অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। আর তাতেই দু’টি রেটিং পয়েন্ট গেল দলটির। এতে অবশ্য লাভবান হয়েছেন মাশরাফিবাহিনী।

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর শ্রীলঙ্কার এখন নতুন রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯১, অবস্থান আট নম্বরে। অন্যদিকে, বাংলাদেশ ৯৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি চার ম্যাচে জয় পেলেও বাংলাদেশকে পেছনে ফেলার সুযোগ থাকছে না শ্রীলঙ্কার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular