বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয়, কোচ গাম্ভীরের নতুন শুরু

জয় দিয়েই শ্রীলংকা সফর শুরু করল ভারত। জিততে হলে রেকর্ড গড়তে হতো শ্রীলঙ্কাকে। ভারতের দেওয়া ২১৪ রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। আর তাতেই ৪৩ রানের জয় পায় ভারত।

শনিবার কেন্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, জয়সওয়াল ও শুভমান গিলের ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ২১৩ রান করে টিম ইন্ডিয়া।

দুই ওপেনার শুভমান গিল ও যশস্বী জয়সাওয়াল বাউন্ডারি ওভার বাউন্ডারিতে  ৫.৫ ওভার যোগ করেন ৭৪ রান। পাওয়ার প্লে’র শেষ বলে ফেরে গিল। ১৬ বলে ৬ চার ও ১ ছয়ে ৩৪ রান করেন এই ব্যাটার। পরের বলে ২১ বলে ৫ চার ও ২ ছয়ে ৪০ রানে থামেন জয়সাওয়ালও।

৭৪ রানে দুই উইকেট পতনের পর দলের হাল ধরেন সূর্যকুমার যাদব ও ঋষভ পান্থ। তৃতীয় উইকেটে তারা ৪৩ বলে ৭৬ রানের জুটি গড়েন। ৫৮ রান করে ফেরেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আউট হওয়ার আগে পান্তের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৯ রান। ভারত থামে ২১৩ রান করে।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য দারুণ শুরু করেছিলেন লঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিজ। ভারতের ওপেনারদের ৭৪ রানের বিপরীতে ৮৪ রান তোলেন তারা।

নবম ওভারে আর্শদীপ সিং যখন জুটিটি ভাঙেন, ততক্ষণে স্কোরবোর্ডে ৮৪ রান। ২৭ বলে ৪৫ রান করে মেন্ডিস আউট হলেও নিশাঙ্কা কুশল পেরেরাকে নিয়ে দলকে জয়ের পথেই রেখেছিলেন। একপর্যায়ে ১৪ ওভারে ১ উইকেটে ১৪০ রান তুলে ফেলে দলটি।

তবে এরপরই ছন্দপতন। অক্ষর প্যাটেলের করা ইনিংসের ১৫তম ওভারে নিশাঙ্কা, কুশল পেরেরা দুজনই ফেরেন। এরপরেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। ধসের মধ্যে একের পর এক উইকেট পড়তে থাকে। মাত্র ৩১ বলের মধ্যে ৩০ রান তুলতেই ৯ উইকেট হারায় শ্রীলঙ্কা।

ব্যাটিংয়ে ৭ রানের বেশি করতে না পারলেও ৫ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার লেগস্পিনার রিয়ান পরাগ। তবে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ২৬ বলে ৫৮ রান করা সূর্যকুমার যাদব।

বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়ে ভারতের নতুন কোচের দায়িত্ব নেন গৌতম গম্ভীর। কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম এই টি-টোয়েন্টি ম্যাচ ছিল কোচ হিসেবে গম্ভীরের প্রথম অ্যাসাইন্টম্যান্ট। আর তাতে জয়ের স্বাদই পেলেন দুই বিশ্বকাপজয়ী এই ভারতীয় কিংবদন্তী।

Similar Articles

Advertismentspot_img

Most Popular