শ্রীলঙ্কার বিপক্ষে তামিমের দুর্দান্ত সেঞ্চুরি !

0
23

নিউজ ডেস্ক:

ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশী হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পর একই ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন তামিম ইকবাল। এ সেঞ্চুরির ফলে তামিমের সেঞ্চুরি সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮টিতে।

ক্যারিয়ারে ৮ম শতক পেতে বেশ ধৈর্যের পরিচয় দিয়েছেন তামিম। ১২৭ বল খেলে ১২টি চারের মারে শত রান পূর্ণ করেন তামিম।

এর আগে একই ম্যাচে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন  আরেক বাংলাদেশী ব্যাটসম্যান সাব্বির রহমান। কিন্তু লঙ্কান অধিনায়ক উপল থারাঙ্গার অসাধারণ এক ক্যাচে হাফ সেঞ্চুরির পর ফিরে যান সাব্বির। তবে এর আগে মাত্র ৫৬ বল খেলে ৫৪ রান করেন সাব্বির। যেখানে ৪০ রানই এসেছে বাউন্ডারি থেকে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪২ওভার শেষে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩১রান। তামিম ইকবাল অপরাজিত আছেন ১০০ রানে। আর অপর প্রান্তে ৪৩ রানে অপরাজিত অলরাউন্ডার সাকিব আল হাসান।