শ্রীলঙ্কায় বিশুদ্ধ পানির সংকটে ১০ লাখ মানুষ !

0
35

নিউজ ডেস্ক:

গত চার দশকের মধ্যে সবচে ভয়াবহ খরার কবলে পড়েছে শ্রীলঙ্কা। বৃষ্টিপাত কম হওয়ায় এ দ্বীপ রাষ্ট্রটির ১০ লাখের বেশি মানুষ তীব্র পানি সংকটের মুখে পড়েছে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ ও কৃষি উৎপাদন। এক বিবৃতিতে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত মৌসুমে দেশটিতে প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। ফলে বিভিন্ন এলাকার নদীগুলোতে পানি কমে গেছে। এর ফলে সমুদ্রের লবণাক্ত পানি স্থানীয় নদীগুলোতে প্রবেশ করছে। ভূগর্ভস্থ পানির স্তরও নেমে গেছে। একারণেই তীব্র বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

দেশটির ১৮টি জেলা এই ভয়াবহ খরার শিকার হয়েছে। আক্রান্ত এলাকায় বিকল্প উপায়ে সুপেয় পানি পাঠাতে হচ্ছে বলে জানা গেছে।