রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

শ্রীপুরে বাসচাপায় নারী শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় বিলকিস আক্তার নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার এলাকায় তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিলকিছ আক্তারের বাড়ি শেরপুরের নালিতাবাড়ি থানার মালিয়াপাড়া গ্রামে। তিনি ভবানীপুর এলাকার ট্রাস্ট নীটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে জুনিয়র অপারেটর পদে চাকরি করতেন।

মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, আজ সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে শেরপুর থেকে ঢাকাগামী আমানি পরিবহনের বাস মহাসড়ক পার হওয়ার সময় বিলকিস আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular