শ্রীপুরে ট্রাক-লেগুনার সংঘর্ষ, নিহত ২ !

0
32

নিউজ ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার পূর্বপাড়ার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, লেগুনার যাত্রী গাজীপুর সদর উপজেলার নয়াপাড়ার জহিরুল ইসলাম (২৮) ও চালক গ্রামের জসীম উদ্দিন (২৮)। চালকের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার শিমুলিয়ায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে গতকাল যাত্রীবাহী একটি লেগুনা মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকার শ্রীপুর টেক্সটাইলের সামনে লেগুনার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়।

ওসি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই লেগুনার যাত্রী জহিরুল ইসলাম নিহত হন। লেগুনার চালক জসীম উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় মাওনা এ কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।