মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার মান উন্নত করার লক্ষে
নিউজ ডেস্ক:মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা উন্নত করার লক্ষে জেলা মোটরশ্রমিক ইউনিয়ন ও শহর শ্রমিকলীগ ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. মোঃ তাহাজ্জেল হোসেনের বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে- ১. হাসপাতালে ইমারজেন্সিতে এমবিবিএস ডাক্তার ছাড়া প্যারামেডিকেল ডাক্তার থাকার বৈধতা আছে কিনা। ২. ইমারজেন্সিতে এমবিবিএস ডাক্তার বাধ্যতামূলক থাকতে হবে। ৩. অর্থোপেডিক্স ডাক্তারকে সপ্তাহে ৬ দিন ডিউটি করতে হবে, ডাক্তার ঠিক মতো আসছে কিনা, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে তদারকি করতে হবে। ৪. কার্ডিওলোজি ডাক্তারকে সপ্তাহে ৬ দিন ডিউটি করতে হবে এবং সব ডাক্তারকে নিয়মিত সব ওয়ার্ডে রোগীদের এক শ ভাগ চিকিৎসা নিশ্চিত করতে হবে। ৫. হাসপাতালে অ্যানেসথেসিয়া ডাক্তার দুজন থাকতে হবে। ৬. হাসপাতালের ইমারজেন্সি ও আউটডোরে কোনোরকম রিপ্রেজেনটেটিভ প্রবেশ করতে দেওয়া হবে না। রিপ্রেজেনটেটিভদের কারণে রোগীদের চিকিৎসা ব্যহত হয়, এ বিষয়টি তদারকি করতে হবে। ৭. হাসপাতালকে দালালমুক্ত করতে হবে। ৮. বিনা কারণে রোগীর পরীক্ষা-নিরীক্ষা ডাক্তারের অর্থ-বাণিজ্য বন্ধ করতে হবে। কথায় কথায় রোগীকে চিকিৎসা না দিয়ে বাইরে রেফার্ড করা যাবে না।