বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

শ্যালক আয়ুশকে বলিউডে আনতে চলেছেন সালমান !

নিউজ ডেস্ক:

বলিউড অভিনেতা সালমান খান অনেক নতুন অভিনেতাদের সিনেমার জগতে আসতে সাহায্য করেছেন। এইবার নিজের শ্যালক আয়ুশ শর্মাকে বলিউড ইন্ডাস্ট্রিতে আনতে চলেছেন তিনি।

অতীতে সলমন যে সকল অভিনেতা বা অভিনেত্রীদেরকে বলিউডে অভিনয়ের সুযোগ করে দিয়েছেন তারা সকলেই এখন ভালো জায়গায় আছে বলে মনে করা হয়। সোনাক্ষী হোক বা জারিন খান, অর্জুন কাপুরই হোক বা পুলকিত শর্মা সবাই হয়ে উঠেছে বলিউডের বেশ জনপ্রিয় মুখ৷

কিন্তু প্রশ্ন উঠছিল আয়ুশের বিপরীতে অভিনয় করবেন কোন অভিনেত্রী। এই প্রশ্নেরও উত্তর পাওয়া গেছে। এই ছবিতে অভিনয় করবেন সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। এই সিনেমার নাম ঠিক হয়েছে ‘রাত বাকি’। ছবিটি পরিচালনা করবেন আদিত্য ধর এবং খোদ সালমান খান৷

শোনা গিয়েছিল, করণ জোহরের ব্যানারেই মুক্তি পেতে চলেছে ‘রাত বাকি’এবং সেই ছবিতে অভিনয় করবেন ফাওয়াদ খান। তবে উড়ি হামলার পর সেই হিসেব বদলেছে কারণ পাকিস্তানি অভিনেতাদের ভারতীয় ছবিতে অভিনয়ের নিষেধাজ্ঞা থাকায় ফাওয়াদ খানকে দেখা যাবে না। অন্যদিকে ‘এ্যায় দিল হ্যায় মুশ্কিল’ এর মুক্তির সময় করণ নিজেও জানিয়ে দেন যে তিনি পাক অভিনেতাদের নিয়ে ছবি করবেন না।

Similar Articles

Advertismentspot_img

Most Popular