মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫

শোয়েবের রেকর্ড ভাঙতে চান অজি পেসার স্টার্ক

নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের কারণে দীর্ঘ লকডাউন এর সময়টা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন অস্ট্রেলিয়ার পেস বোলার মিচেল স্টার্ক। বরং বলা ভালো ফিটনেসের মান বিশেষ পর্যায়ে নিয়ে গেছেন স্টার্ক। নিজেই বলছেন, এবার নাকি নতুন এক স্টার্কের দেখা মিলবে। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারকে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে বল করতেও দেখা যেতে পারে! এমনকী বিশ্বের দ্রুততম বলের রেকর্ড শোয়েব আখতারের রেকর্ড ভাঙতে চান মিচেল স্টার্ক।

লকডাউনে জিমে বাড়তি সময় কাটিয়েছেন। নিউ সাউথ ওয়েলসের টিম মেটদের সঙ্গে নেটে সময় কাটাচ্ছেন। কিছুদিন আগে যেখানে তাঁর ওজন ৮৭ কেজিতে নেমে গিয়েছিল এখন তা ৯৩ কেজি হয়েছে। লম্বা সফরের জন্য একেবারে নিজেকে তৈরি রেখেছেন মিচেল স্টার্ক। এই প্রসঙ্গে তিনি বলেন, ” জিম, রানিং, বোলিং- সবমিলিয়ে আমি আবার আগের মতো ফিট। সবার আগে ছন্দ খুঁজে পাওয়া দরকার। সেটাই ধীরে ধীরে চলে এসেছে। এবার আমার লক্ষ্য ১৬০ কিলোমিটার গতিতে বল করা।

২০০৩ সালে পাকিস্তানি পেসার শোয়েব আখতারের ১০০.২ মাইল প্রতি ঘণ্টা গতিতে (১৬১.৩ কিমি/ঘণ্টা) করা বলটি এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দ্রততম বল। ২০১৫ সালে ওয়াকায় নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে স্টার্কের একটি ইয়র্কারের গতি ছিল ১৬০.৪ কিমি/ঘণ্টা। এবার শোয়েব আখতারের রেকর্ড ভাঙতে তৈরি হচ্ছেন অজি পেসার মিচেল স্টার্ক।

Similar Articles

Advertismentspot_img

Most Popular