নিউজ ডেস্ক:
এক সময়ের পর্নো তারকা সানি লিওন এখন বলিউড তারকা। তাই বরাবরই আলোচনায় থাকেন তিনি। তাকে নিয়ে ভক্তদের কৌতুহূলের যেন শেষ নেই। সম্প্রতি সানি লিওনের শৈশব থেকে তরুণী হওয়া পর্যন্ত কিছু ছবি পাওয়া গেছে। এসব ছবিতে বাবা-মাসহ রয়েছে তার পরিবারের অন্যান্য সদস্যরাও। দেখুন সেই ছবিগুলো-
বাবার কোলে ছোট্ট সানি
কিশোরী সানি
একটু একটু করে বড় হয়ে উঠছেন সানি
বাঁদিকের ছবিটি যখন তোলা সানির বয়স তখন মাত্র ১৫ বছর। ডানদিকে খাঁটি ভারতীয় পোশাকে সদ্য-যুবতী সানি।
মেক-আপ ছাড়া সানি। এই রূপেও তাঁকে খুব বেশি দেখা যায় না কিন্তু।
নিজের পোষা কুকুরছানার সঙ্গে সানি লিওন।
সানি লিওনের পাসপোর্ট। পাসপোর্টে লেখা রয়েছে সানির আসল নাম— করণজিৎ কৌর বোহরা।
স্বামী আর বন্ধুদের সঙ্গে সানি। খালি গায়ে, ট্যাটু আঁকা যে ভদ্রলোক তিনিই সানির স্বামী— ড্যানিয়েল ওয়েবা।
নিজের শ্বশুর, শ্বাশুড়ি আর স্বামীর সঙ্গে সানি।
বাবা মা-র সঙ্গে আদরের মেয়ে সানি
পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সানি
মর্নিং ওয়াকে সানি
প্লেনে উঠার প্রাক্কালে সানি। হাতে রয়েছে টিকিট।
সূত্র: এবেলা