ঝিনাইদহ সংবাদদাতাঃ কোমল মনে সততার বীজ বপনের জন্য মঙ্গলবার শৈলকুপা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হলো “সততা শপ”। ঝিনাইদহ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ জাকির হোসেন স্যার আজ এ “সততা শপ” উদ্বোধন করেন। সততা শপে কোন দোকানদার থাকবে না। এখানে প্রতিটি পণ্যের মূল্য তালিকা দেওয়া আছে, শিক্ষার্থীরা পণ্য নিয়ে তার মূল্য নির্ধারিত বাক্সে রেখে দেবে। এ দোকানের মাধ্যমে শিশুরা দুর্নীতি বিরোধী মনোভাব নিয়ে বেড়ে উঠবে।