ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দ্বায়িত্ব নিয়েছেন আলমগীর হোসেন। রোববার রাতে বিদায়ী ওসি তরিকুল ইসলামের কাছ থেকে তিনি দ্বায়িত্বভার গ্রহণ করেন। ওসি আলমগীর হোসেন সর্বশেষ রাজশাহী মহানগরের চারঘাট মডেল থানায় ওসির দ্বায়িত্ব পালন করে ঝিনাইদহের শৈলকুপা থানায় যোগদান করেছেন। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। যোগদানের পর থেকে রাজবাড়ী, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেছেন।
২০১১ সালে তিনি ওসি পদে পদোন্নতি পেয়ে রাজবাড়ীর পাংশা থানায় প্রথম ওসির দ্বায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই মেধাবী এই ছাত্র মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা। চৌকস এই পুলিশ কর্মকর্তা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংবাদকর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন। ওসি আলমগীর হোসেন বলেন, ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে তিনি শৈলকুপা থানা থেকে মাদক, সন্ত্রাসসহ নানা অপরাধমুলক কর্মকান্ড উৎখাত করতে নিরলস ভাবে কাজ করে যাবেন।