নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমানকে প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। মারধর করার অভিযোগ নিয়ে থানায় গেলে মামলা না নিয়ে উল্টো অকথ্য ভাষায় গালি-গালাজ করার প্রতিবাদ ও ওসিকে প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার দুপুরে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় দুই পাশে দীর্ঘ লাইন পড়ে যায়। ভোগান্তিতে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা।ঝিনাইদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমানকে প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। মারধর করার অভিযোগ নিয়ে থানায় গেলে মামলা না নিয়ে উল্টো অকথ্য ভাষায় গালি-গালাজ করার প্রতিবাদ ও ওসিকে প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার দুপুরে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় দুই পাশে দীর্ঘ লাইন পড়ে যায়। ভোগান্তিতে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা। ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন অভিযোগ করেন, ‘শুক্রবার এম এস সোনার বাংলা গাড়ির সুপারভাইজার আকাশ শেখকে যাত্রীরা মারপিট করেন। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় অভিযোগ জমা দিতে গেলে শৈলকুপা থানার ওসি বজলুর রহমান অভিযোগ না নিয়ে উল্টো অকথ্য ভাষায় গালি-গালাজ করেন এবং ওসি বাসের শ্রমিক ও মালিকদের অপমান করেন। এর প্রতিবাদে ও ওসিকে প্রত্যাহারের দাবিকে আমরা সড়ক অবরোধ করেছি।’ প্রায় দেড় ঘণ্টা চলা এই অবরোধ চলার পর শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, ছাত্রলীগের এক ছেলের সঙ্গে ভাড়া নিয়ে বাগবিতণ্ডা হয়। ভাড়া না দিয়ে ছেলেটি দুধসরা নামক স্থানে নেমে যেতে চাইলে বাসের শ্রমিকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। বিষয়টি একেবারেই তুচ্ছ ছিল। তিনি বলেন, ‘আমি মামলা রেকর্ড করেছি। সমস্যা মিটে গেছে।’