বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

শৈলকুপায় রমজান উপলক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ  ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। রোববার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম মুনীম লিংকন। এসময় তার সাথে ছিলেন শৈলকুপা স্বাস্থ্য পরিদর্শক ওয়াহিদুজ্জামান মিঞা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পর্ণ ভিডিও রাখার দায়ে শৈলকুপা পৌর এলাকার রাকিব কম্পিউটারকে ২ হাজার, মেয়াদোত্তীর্ণ আইসক্রিম ও পঁচা ফল রাখার কারণে সমির ফল ভান্ডার, পলাশ স্টোর ও মানিক স্টোরের মালিকদের জরিমানা করা হয়। মোট ৪টি প্রতিষ্ঠান থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রমজান মাস উপলক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি জানান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular