ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপায় এতিমদের সাথে বিএনপি নেতা সাবেক এমপি আব্দুল ওহাব ইফতার মাহফিল করেছেন। হাবিবপুরে আব্দুল কাদের দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মঙ্গলবার সন্ধায় ইফতার মাহফিলে মিলিত হন। জেলা বিএনপির সহ সভাপতি, শৈলকুপা বিএনপির সভাপতি সাবেক এমপি আব্দুল ওহাবের সঙ্গে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিএনপি নেতা শরিফুল ইসলাম, জরিপ বিশ্বাস কলেজের ভাইস প্রিন্সিপাল শহিদুল ইসলাম প্রমুখ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আব্দুল কাদের দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম ও অন্যান্য শিক্ষক ইফতার মাহফিলে ছিলেন।
ইফতার মাহফিলে এতিম শিশুরা সাবেক এমপি আব্দুল ওহাব কে ধন্যবাদ জানান, শিশুরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নেতার প্রতি। সাবেক এমপি আব্দুল ওহাব জানান, রমজান মাসব্যাপী তার উদ্যোগে শৈলকুপায় এ ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদে ইফতার মাফফিল করছেন।