বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

শৈলকুপায় একরাতে দুই বাড়ীতে ডাকাতি:আহত-১

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় একরাতে দুই বাড়ীতে ডাকাতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলহরি ইউনিয়নের মহব্বতপুর গ্রামের উত্তর পাড়ায়। এসময় ডাকাতরা মহব্বতপুর গ্রামের দাউদ ও ইউনুস এর বাড়ীতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগত টাকা ও সোনাদানা লুট করে নিয়ে যায়। এছাড়া ইউনুস এর স্ত্রীকে কুপিয়ে গুরুত্বর জখম করে। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডাকাতরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় একটি বোমা বিস্ফোরন ঘটিয়েছে বলে ইউনুসের ভাতিজা মেহেদী হাসান সাংবাদিকদেও জানায়। এর আগে ডাকাতরা মহব্বতপুর দক্ষিনপাড়ায় হানা দিলে সেখান থেকে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে আসে ডাকাতদল। এবিষয়ে ফুলহরি ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল জানান, তিনি ঢাকাতে আছেন বিষয়টি মোবাইল ফোনে তাকে জানিয়েছেন এলাকাবাসী। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন জানান ,এই ধরনের কোনো ঘটনা তার জানা নেই ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular