স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈরকুপায় দেশীয় অস্ত্র,ইয়াবা ও গাজাসহ নিমাই (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত নিমাই উপজেলার আবাইপুর ইউনিয়নের মিনগ্রামের মৃত আবু বক্করের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার সেকেন্ড অফিসার ইকবল হোসেনের নের্তৃত্বে এস আই হাফিজ ও এএস আই আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার গভীর রাতে মিনগ্রাম নিমাই এর নিজ বাড়ীতে অভিযান চালায়। এসময় নিমাই’র বসত ঘর থেকে দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ কুড়াল, ছুড়া, হাতুড়ী, ১০পিচ ইয়বা ও ৭০ গ্রাম গাজাসহ তাকে আটক করে।
ঝিনাইদহ শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, নিমাই নামে এক যুবকে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাজাসহ আটক করা হয়েছে। এঘটনায় অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্ত্রতি চলছে। তিনি আরো জানান, নিমাই’র বিরুদ্ধে থানায় আরো ৭টি মামলা রয়েছে।