মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫

শেরপুর জেলা রোভারের নির্বাচিত কমিশনার আ.জ.ম রেজাউল, সম্পাদক মজিবুর

বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের বিশেষ কাউন্সিল সভা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিশেষ কাউন্সিলে নির্বাচিত কমিশনার হলেন আ.জ.ম রেজাউল করিম ও সম্পাদক হয়েছেন মোহাম্মদ মজিবুর রহমান। ১০ ফেব্রুয়ারি শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের তুলসীমালাতে অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর সভাপতিত্বে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডিসি (শিক্ষা ও আইসিটি) রাজিবুল আহসান।
শেরপুর জেলা রোভার এর আগামী তিন বছরের জন্য যারা নির্বাচিত হলেন, তারা হলেন -পদাধিকার বলে সভাপতি তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসক, শেরপুর। সহ-সভাপতি সরকারি কলেজ ২ জন, প্রফেসর আব্দুর রউফ, শেরপুর সরকারি কলেজ, প্রফেসর এ কে এম আলিফ উল্লাহ আহসান, শ্রীবরদী সরকারি কলেজ, বেসরকারি কলেজ পর্যায়ে দুইজন, মাওলানা মোঃ ফজলুর রহমান, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, মোঃ আনোয়ার হোসেন কাজল, শেরপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, মুক্ত রোভার দলে একজন মোঃ শফিউল আলম চান, অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুক্ত রোভার দল, শেরপুর।
কমিশনার হিসেবে আ,জ ম রেজাউল করিম খান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), শেরপুর সরকারি মহিলা কলেজ, কোষাধ্যক্ষ, মোঃ শামছুল আলম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত),ডাক্তার সেকান্দার আলী কলেজ, শেরপুর। সম্পাদক হিসেবে মোহাম্মদ মজিবুর রহমান, সরকারি আদর্শ কলেজ, ঝিনাইগাতী, শেরপুর । আরো অন্যান্য পদে সরাসরি নির্বাচিত হয় কয়েকজন। কাউন্সিল সভা পরিচালনা করেন,অ্যাডহক কমিটির সদস্য সচিব, মোঃ শরিফ উদ্দিন সহকারি পরিচালক, স্কাউট ময়মনসিংহ অঞ্চল।
কাউন্সিলে শেরপুর জেলা রোভার এর বিভিন্ন কলেজ ইউনিটের গ্রুপ কমিটির সভাপতি অধ্যক্ষ ও আরএসএল ৭২জন উপস্থিত ছিলেন। এছাড়াও রোভার ও গার্ল ইন রোভাররা উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular