শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তবর্তী গারো পাহাড়ের রাংটিয়া এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় বিয়ারসহ জব্বার মিয়া (১৯) নামের এক মাদক কারবারী‘কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। রবিবার (১ ডিসেম্বর) বিকেলে রাংটিয়ায় অভিযান চালায় র্যাব-১৪।
গ্রেপ্তারকৃত জব্বার মিয়া নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমচুরার বাসিন্দা। র্যাব ১৪ সিপিসি ১ অপারেশনস্ এন্ড মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের বিষয়টি জানতে পেরে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ০১ ডিসেম্বর বিকল সাড়ে চারটার সময় ঝিনাইগাতী থানাধীন রাংটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোঃ জব্বার মিয়াকে ২৪ বোতল ভারতীয় বিয়ার‘সহ গ্রেফতার করা হয় এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে শেরপুরের ঝিনাইগাতী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।