রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

শেয়ারবাজার নিয়ে হতাশ বিনিয়োগকারীরা

অন্তর্বর্তী সরকারে গত ১০ সপ্তাহের মধ্যে ৯ সপ্তাহেই সূচকের পতনে লেনদেন হয়েছে, টানা দরপতন থেকে বের হতে পারছে না দেশের শেয়ার বাজার। এমন পরিস্থিতিতে শেয়ারবাজার নিয়ে হতাশা কাজ করছে বিনিয়োগকারীদের মধ্যে।

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের চার কার্যদিবসেই দরপতন হয়েছে। তার আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই পতন হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশের একটি শীর্ষ ব্রোকারেজ হাউজের একজন বিনিয়োগকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শেয়ার বাজারের বিনিয়োগকারীদের রক্তক্ষরণ কেউ দেখছে না। অথচ আমরা প্রতিনিয়ত পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছি। তিনি বলেন, নিত্যপণ্যের বাজারে দাম বাড়লে সরকার অভিযান চালানোসহ নানা পদক্ষেপ নেয়। কিন্তু শেয়ার বাজারের এ পরিস্থিতিতেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই।’

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে মাত্র ৩৪টির দর বেড়েছে, কমেছে ৩৪৫টির। আর অপরিবর্তিত রয়েছে ১৭টির দর। এতে এই বাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে কমেছে ১৬৪.০৮ পয়েন্ট বা ৩.০৩ শতাংশ।

এর আগের সপ্তাহে সূচকটি কমে ৪০.৫২ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১০ সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচকটি কমেছে ৬৬৬ পয়েন্ট। গত সপ্তাহে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমেছে ৫৪.৫৯ পয়েন্ট বা ২.৭৫ শতাংশ। এছাড়া ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক কমেছে ৩১.৭৪ পয়েন্ট বা ২.৬৩ শতাংশ।

সূচকের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতিও কমেছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩১৮ কোটি টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৩৬৬ কোটি ৬৮ লাখ টাকা। এ হিসেবে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৪৮ কোটি ৬৮ লাখ টাকা।

উল্লেখ্য, বিগত সপ্তাহে দেশের প্রধান এই শেয়ারবাজারে টাকার অংকে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশটি কোম্পানি হলো-অগ্নি সিস্টেম, লাভেলো আইসক্রিম, টেকনো ড্রাগস, ব্র্যাক ব্যাংক, এনআরবি ব্যাংক, ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং সোশ্যাল ইসলামী ব্যাংক।

Similar Articles

Advertismentspot_img

Most Popular