বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

শেবাগের ‘গোপন’ ব্যাটিং পার্টনারের নাম শুনলে অবাক হবেন !

নিউজ ডেস্ক:

বীরেন্দ্র শেবাগ! তার ব্যাটে এক সময় বিনোদন পেতে বিশ্ববাসী। তবে ২২ গজ থেকে অবসর নিলেও মানুষকে বিনোদন দিতে এখনও প্রতিজ্ঞাবন্ধ ভারতের সাবেক এই মারকুটে ব্যাটসম্যান।

এবার শেবাগ জানিয়ে দিলেন, ব্যাটিং করার সময়ে তাঁর ‘গোপন’ পার্টনারের নাম! ইনি আর কেউ নন, একাধারে ভারতের গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা কিশোর কুমার। গানের জাদুতে আচ্ছন্ন করে রেখেছেন তার ভক্তদের। শেবাগও কিশোর কুমারের বড় ভক্ত। সেই কিশোর কুমারই ছিলেন বাইশ গজে মারকুটে এই ব্যাটসম্যানের পার্টনার। তাঁর গান গুনগুন করতে করতেই শেবাগ আক্রমণ করতেন বিপক্ষ বোলারদের।

প্রসঙ্গত, শুক্রবারই ছিল কিশোর কুমারের ৮৮তম জন্মবার্ষিকী। ‘গুরু’র জন্মদিনে টুইটারে বিশেষভাবে শ্রদ্ধা জানান শেবাগ। লিখলেন, ‘‘জন্ম বার্ষিকীতে আমার গোপন ব্যাটিং পার্টনারকে স্মরণ করছি। ”

Similar Articles

Advertismentspot_img

Most Popular