রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত বিশ্বনেত্রী: কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী !

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেতা নন, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত বিশ্বনেত্রী। বিশ্বনেতারা তাকে খুবই গুরুত্ব দেন। বর্তমান প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল। তাই অনেক প্রতিকূলতাকে অতিক্রম করে দৃঢ় মনোবল নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

শোকাবহ আগস্টের প্রথমদিন আজ মঙ্গলবার আওয়ামী যুবলীগ আয়োজিত মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

যুব সমাজের উদ্দেশ্যে মতিয়া চৌধুরী বলেন, দেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে এদেশের যুব সমাজ হাসতে হাসতে জীবন দিয়ে গেছে। এর উদাহরণ শহীদ নূর হোসেন।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular