নিউজ ডেস্ক:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে ব্যবহৃত ৭৬ কেজি বোমা পুতে রাখার মামলায় আত্মপক্ষ শুনানি হয়নি।
রোববার মামলাটিতে আসামিদের আত্মপক্ষ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলায় তিনজন নিহতের মামলায় গত ১২ এপ্রিল এ মামলার প্রধান আসামি মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মুফতি হান্নানের মৃত্যু প্রতিবেদন আদালতে না আসায় ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম আগামী ২৭ এপ্রিল আত্মপক্ষ শুনানির পরবর্তী দিন ঠিক করেন।
গত ২৯ জানুয়ারি মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে ৬৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, ২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ করার কথা ছিল। ওই সমাবেশের প্যান্ডেল তৈরির সময়ে ২০ জুলাই ওই কলেজের পাশ থেকে ৭৬ কেজি শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ।
ওই ঘটনার মামলায় সিআইডির সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমান ২০০১ সালের ৮ এপ্রিল মুফতি আব্দুল হান্নানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।