নিউজ ডেস্ক:
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এএইচ ডিগ্রীধারীদের চারটি বিভাগে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে এএসভিএম অনুষদভুক্ত বিভাগসমূহে জানুয়ারি-জুন, ২০১৭ সেমিস্টারে এমএস প্রোগ্রামে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। ভর্তির যোগ্যতার ক্ষেত্রে বলা হয়, শেকৃবি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এএইচ অথবা সংশ্লিষ্ট সমমানের ডিগ্রীধারী (সংশ্লিষ্ট কমিটি অনুমোদিত) হতে হবে। শিক্ষার্থীরা চারটি বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হতে পারবেন।
বিভাগগুলো হলো- অ্যানিমেল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ (অ্যানিমেল সায়েন্স), পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, অ্যানিমেল নিউট্রিশন, জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং বিভাগ ও মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগ।
ভর্তির আবেদন ফরম শেকৃবি ডিন, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অফিস থেকে ৫০০ টাকা দিয়ে ১৯ মার্চ থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম পূরণ করে ২৩ মার্চের মধ্যে সরাসরি অথবা ডাক যোগে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।
বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (sau.edu.bd) জানা যাবে।