শুভ’র কথায় রাহুল-শ্রীতমা জুটির গান ‘তোর কাছে এলাম’

0
2

প্রকাশ পেতে যাচ্ছে ওপার বাংলার সা রে গা মা পার কণ্ঠশিল্পী রাহুল দত্ত ও বিয়াস সরকারের কণ্ঠে ‘তোর কাছে এলাম’ শিরোনামের একটি গান।গানটি লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় গীতকার এম এ আলম শুভ। ‘বুকের ভেতর যত্ন করে লিখেছি তোর নাম, ভালোবাসায় ডুবে যেতে তোর কাছে এলাম’ এমন মিষ্টি প্রেমের গল্পে সাজানো গানের কথা মালা। গানটির সুর করেছেন রাহুল দত্ত নিজেই।

রাহুল দত্তের সাথে ভিডিওতে জুটি বেঁধেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা বৈদ্য। কলকাতার বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়।

গানটি নিয়ে এম এ আলম শুভ বলেন- খুব মিষ্টি একটি প্রেমের গান। আর রাহুল দত্ত ও বিয়াসের কণ্ঠে গানটি পরিপূর্ণতা পেয়েছে। সাথে শ্রীতমার দারুণ অভিনয়ে গানটি ভিডিও ফুটে উঠেছে। আশা করছি গান ও ভিডিওটি সবার হৃদয়ে জায়গা করে নিবে।

গানটি নিয়ে রাহুল জানান- মিষ্টি এই প্রেমের গানটির গাওয়ার পাশাপাশি ভিডিওতে জুটি বেঁধেছি । আমার সাথে বিয়াস সরকার দারুণ গেয়েছে। শ্রীতমার সাথে আমার মিষ্টি প্রেমের গানের জুটি আশা করছি দর্শক শ্রোতারা গ্রহণ করবেন। কলকাতার পাশাপাশি বাংলাদেশের দর্শক-শ্রোতাদেরও গানটি শোনার আমন্ত্রণ রইলো।

খুব শীঘ্রই গানটি রাহুল দত্তের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানা গেছে।