চলছে শীতকাল। আজ শনিবার (৪ জানুয়ারি) পৌষ মাসের ২০ তারিখ। ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।
প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে তিন দিন ধরে ভর্তি রুমি। কমছে না জ্বর, সঙ্গে সর্দি-কাশিও। এই তিন রোগ নিয়ে গত বুধবার রুমিকে রাজধানীর ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে তার বাবা। তাঁর মতো একই সমস্যা নিয়ে ভর্তি আছে আরো অনেক শিশু।
অভিভাবকেরা জানান, প্রথমে ঠাণ্ডা পরে জ্বর, ওষুধ খেয়ে জ্বর কমলেও কোনোভাবেই কমছে না কাশি। তীব্র কাশির কারণে অবশেষে শিশুকে ভর্তি করান হাসপাতালে।
গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা মেডিক্যাল হাসপাতালের চিত্র ছিল এমনই। সেখানে শিশুদের পাশাপাশি ঠাণ্ডাজনিত অন্যান্য রোগীরাও ভর্তি আছেন। শিশুদের মধ্যে সবচেয়ে জ্বর, সর্দি-কাশি, ত্বকের সমস্যা ও ডায়রিয়ার রোগে আক্রান্তের সংখ্যা বেশি।
# ত্বকের সমস্যা -২৫%
# ডায়রিয়া- ১১ %
চিকিৎসকরা জানান, এই শীতে প্রতিদিন বাড়ছে ঠাণ্ডাজনিত রোগী। তাদের মধ্যে বেশিরভাগ ব্রংকিওলাইটিস রোগে আক্রান্ত। এ ছাড়া অ্যাজমা, নিউমোনিয়া, চর্ম, চুলকানি, খোস-পাঁচড়া ও ডায়রিয়ার রোগীর সংখ্যাও বেশি বলে জানান তারা।