শিশু হত্যা : ২ আসামির যাবজ্জীবন ৮ জন খালাস !

0
23

নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জে আট বছরের শিশুকে অপহরণ করে হত্যার মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে আট আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

যাবজ্জীবন বহাল থাকা আসামিরা হলেন- আবু তাহের মিয়া ও নাজমুল হুদা। খালাসপ্রাপ্তরা হলেন, বাবলু প্রকাশ বাবু, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, মো. কহিনুর, মো. শরিফুল ইসলাম, সাইদুল ইসলাম, খেজের আলম ও সরোয়ার হোসেন।

গতকাল মঙ্গলবার বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট একেএম ফয়েজ ও ব্যারিস্টার জসিদুল ইসলাম জনি।

ব্যারিস্টার জসিদুল ইসলাম জনি জানান, ২০০৩ সালের ১৪ আগস্ট সিরাজগঞ্জ জেলার কামারখন্দে আট বছরের শিশু আ. খালেককে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়।

এ ঘটনায় একই বছরের ১৬ আগস্ট শিশু খালেকের বাবা কামারখন্দ থানায় মামলা দায়ের করেন।
২০০৭ সালের ২৯ মে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১০ আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।

সেই আপিলের শুনানি শেষে আজ হাইকোর্ট আসামি আবু তাহের মিয়া ও নাজমুল হুদার যাবজ্জীবন দণ্ড বহাল রেখে আট আসামিকে খালাস দেন।