বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

শিপরা পালালেও দর্শনার ইমরান আটক : ইয়াবা-হেরোইন উদ্ধার

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে চুয়াডাঙ্গার আলোচিত মাদক সম্রাজ্ঞী

চুয়াডাঙ্গা প্রতিনিধি: জেলা মাদকদ্রব্য অধিদপ্তর চুয়াডাঙ্গা পৌর এলাকা ও দর্শনায় পৃথক অভিযান পরিচালনা করেছেন। অভিযানে দর্শনা হঠাৎ পাড়ার ইমরান আলী শেখ (৪০) নামের একজন মাদকব্যবসায়ী ১শ’ ৫০পিস ইয়াবাসহ আটক হয়। কিন্তু চুয়াডাঙ্গা পৌর এলাকার বুদ্ধিমানপাড়ায় বসবাসকারি জেলার শীর্ষ ও আলোচিত মাদক স¤্রাজ্ঞী শিপরা পালিয়েছে। তবে তার থেকে ২২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য অধিদপ্তর। এঘটনার পর শিপরাকে পলাতক দেখিয়ে দুটি পৃথক মাদক মামলাসহ আটক আসামীকে থানা হেফাজতে সোপর্দ করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর।গতকাল সোমবার দুপুর ১ টার পর এ অভিযান পরিচালিত হয়।চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য অফিস সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম, পরিদর্শক আবুল হাশেম, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা শহরতলী বেলগাছি মুসলিমপাড়ার পাশে হোমিওপ্যাথি কলেজের সামনে বুদ্ধিমানপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দর্শনা হঠাৎপাড়া এলাকার মৃত আকবার আলী শেখের ছেলে ধর্ষণ মামলার পলাতক আসামী ইমরান আলী শেখকে আটক করেন। এসময় তার শরীর তল্লাশি করে লুঙ্গির গাট থেকে ১শ’ ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।পরে এই অভিযানকারিদল বুদ্ধিমানপাড়ায় মাদক স¤্রজ্ঞী শিপরার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানকারি দলে’র উপস্থিতি টের পেয়ে আলচিত মাদকব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামী বাবুল মিয়ার স্ত্রী শিপরা পালিয়ে যায়। পরে তার ঘর তল্লাশি করে শোকেসের উপর একটি প্লাস্টিকের কৌটার ভিতর থেকে ২২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আজ আটককৃত আসামীকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular