রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

শিথিল হচ্ছে সুইজারল্যান্ডের অভিবাসন আইন !

নিউজ ডেস্ক:

নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে সুইজারল্যান্ডে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশীদের ১২ বছর অপেক্ষা করতে হয়। সুইজারল্যান্ডে জন্ম নিলেও অন্যদেশী বংশোদ্ভূতরা সে দেশের নাগরিক হতে পারতেন না।

সম্প্রতি সুইজারল্যান্ডে নাগরিকত্বের কঠোর এ আইন সহজ করার একটি প্রস্তাবে সমর্থন দিয়েছে দেশটির ৫৯ ভাগ ভোটার। এর ফলে সুইজারল্যান্ডের জন্মগ্রহণকারী তৃতীয় প্রজন্মের অভিবাসী, যাদের বাবা-মা ও দাদা-দাদী সেখানে স্থায়ীভাবে বসবাস করছে, তাদের নাগরিকত্ব পাওয়া সহজ হবে।

সরকারি হিসেবে দেখা যায়, মোট জনসংখ্যার ২৫ শতাংশই সুইজারল্যান্ডের নাগরিক নন। প্রস্তাবিত নতুন আইনের খসড়ায় বলা হয়েছে, তৃতীয় প্রজন্মের অভিবাসীদের আর এ ধরনের আমলাতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে না।তবে বিরোধিরা বলছেন, এর ফলে জনগণের বিশাল একটা অংশ খুব সহজেই নাগরিকত্ব পেয়ে যাবেন।

এর আগে গত ৩০ বছরে সুইজারল্যান্ডে অভিবাসন আইনটি শিথিল করার ব্যাপারে তিনবার ভোট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রত্যেকবারই জনগণ সেই উদ্যোগ প্রত্যাখ্যান করেছিল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular