শিক্ষিত জাতি ও খেলাধুলায় পারদর্শিরা এখন জাতিকে উন্নয়নের অগ্রগতির পথ দেখাচ্ছে- হুইপ ইকবালুর রহিম এমপি

0
20

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সকল খেলাধুলাকে রাজনীতির উর্ধ্বে রাখার অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, পড়ালেখার পাশাপাশি প্রতিভা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই। শৃঙ্খলাবোধ জাগ্রত করতে পড়াশোনার পাশাপাশি যুবকদের মাঠমুখী করতে হবে। মাদকের ভয়াল থাবা প্রতিনিয়ত যুবকদের হাতছানি দিচ্ছে। মাদকের ভয়াল থাবা থেকে যুবকদের রক্ষা করতে সরকার খেলাধুলার উপর গুরুত্ব দিয়েছে। দিনাজপুরে এবার ৪’শ ছেলে-মেয়ে বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষিত হয়েছে। আমাদের সন্তান ও যুবকদের মাদক নয় খেলাধুলায় উৎসাহিত করতে সাড়ে ৫ কোটি টাকায় দিনাজপুর স্টেডিয়াম, দেড় কোটি টাকায় ক্রীড়া পল্লী, ২ কোটি টাকায় হকি মাঠ, ১১ কোটি ৫৭ লক্ষ টাকায় জিমনেসিয়াম ও ৩৫ লক্ষ টাকায় খেলাধুলায় সরজ্ঞাম ক্রয়সহ প্রচুর অর্থ অনুদান দিয়ে দিনাজপুরের শিশু, যুবকদের মাঠমুখী করা হয়েছে। দিনাজপুর একদিন খেলাধুলায় শ্রেষ্ঠত্ব লাভ করবে। তিনি আরো বলেন, আধুনিক এ যুগে খেলাধুলা ও পড়ালেখায় চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে বিশ্বমানের মানুষ হতে পারবা না। নতুন প্রজন্মকে আগামীদিনের কারিগর আখ্যায়িত করে হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন, ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত,সুখী সম্মৃদ্ধী আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এখন বিশ্বের পরিচিতি লাভের একটি সহায়ক শক্তি। শিক্ষিত জাতি ও খেলাধুলায় পারদর্শিরা এখন জাতিকে উন্নয়নের অগ্রগতির পথ দেখাচ্ছে।
১০ জুন শনিবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে প্রচেষ্টা জুনিয়র ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০১৭ এর চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। চুড়ান্ত খেলায় প্রচেষ্টা টাইগারসকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে প্রচেষ্টা বয়েস।
এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমান, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মতিয়ার রহমান, সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সহ-সাধারন সম্পাদক আছলাম হোসেন, কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব,সদস্য মোস্তাক আহমেদ মিজানুর রহামান পাঠোয়ারী বাবু, নওশাদ ইকবাল কলিন্স। পুরস্কার বিতরনী পুর্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিকে প্রচেষ্ঠা ক্রিকেট কোচিং সেন্টারের পক্ষে আবু সামাদ মিঠু সম্মানান ক্রেস্ট প্রদান করেন।