শিক্ষা ব্যবস্থায় জিপিএ ৫ এর চেয়ে গুনি মানুষ হওয়াটায় বড়:সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি

0
18

 

মেহেরপুর সংবাদাদাতা:

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে তবে শিক্ষার্থীদের অভিভাবকদের শুধু মাত্র ভালো রেজাল্ট নিয়ে ব্যস্ত থাকলে হবে না তাদেরকে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতি চর্চা করার সুযোগ দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে জিপিএ ৫ পাওয়াটাকেই অভিভাবকরা বেশি গুরুত্ব দেন। অথচ জ্ঞান অর্জনের জন্য শিক্ষা গ্রহন করা উচিত। বর্তমানে শিক্ষার্থীদের জিপিএ ৫ পাওয়াকে তিনি বলেন জিপিএ-৫ যন্ত্রনা। শিক্ষা ব্যবস্থায় জিপিএ ৫ এর চেয়ে গুনি মানুষ হওয়াটায় বড়। চাকুরী করেই যে শুধু টাকা অর্জনকরা সম্ভব তানয়। খেলাধুলাকরে ও টাকা আয়করা সম্ভব বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি।

গতকাল মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তি ও পুর্নমিলনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সাংস্কৃতিক মন্ত্রনালয়ের মন্ত্রি আসাদুজ্জামান নুর এমন বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, হলি আর্টিজানে কয়েকটি যুবক ঠান্ডা মাথায় ২০জন মানুষকে নৃশংসভাবে হত্যা করে। জঙ্গিবাদ সব চেয়ে বড় একটি সমস্যা হয়ে দাড়িয়েছে দেশে। পুলিশ প্রশাসন খুব তৎপর আছে। তবে মনের ভিতর থেকে তারা জঙ্গিবাদ নির্মল করতে পারবেনা। এই কাজটি আমাদের করতে হবে। শিক্ষা ও সাংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজকে সচেতন করতে হবে। ধর্মের নামে মানুষ হত্যা করা কোনদিনই ভালো কাজ হতে পারেনা।

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে তবে শিক্ষার্থীদের অভিভাবকদের শুধু মাত্র ভালো রেজাল্ট নিয়ে ব্যস্ত থাকলে হবে না তাদেরকে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতি চর্চা করার সুযোগ দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে জিপিএ ৫ পাওয়াটাকেই অভিভাবকরা বেশি গুরুত্ব দেন। অথচ জ্ঞান অর্জনের জন্য শিক্ষা গ্রহন করা উচিত বলে তিনি মনে করেন। বর্তমানে শিক্ষার্থীদের জিপিএ ৫ পাওয়াকে তিনি বলেন জিপিএ-৫ যন্ত্রনা। টাকা উপার্জন করার একমাত্র উপাইকি পড়ালেখা করা। চাকুরী করেই যে শুধু টাকা অর্জনকরা সম্ভব তানয়। খেলাধুলাকরে ও টাকা আয়করা সম্ভব। গান করে ও টাকা আয়করা সম্ভব।

বিদ্যালয় ব্যবস্থাপনা এবং সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরএমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সংরক্ষিত-৭ আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা প্রশাসক পরিমল সিংহ, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা শিক্ষাকর্মকর্তা আব্দুলমালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রমুখ।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাশেদুল ইসলাম পল্লবের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কথা সাহিত্যিক রফিকুর রশিদ, চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুবর্ণ জয়ন্তী ও পূনর্মিলনী অনুষ্ঠানের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখা সকল ব্যাক্তিকে স্বরণ করা হয় এবং সম্মাননা প্রদান করা হয়।

এর আগে সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের পৌছালে তাকে ফুল ছিটিয়ে বরণ করে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা। সম্মাননা ও আলোচনা শেষে স্মুতি চারণ মূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা রয়েছে।