শিক্ষাবর্ষ পালনে ‘নগ্ন ক্যালেন্ডার’ বানালেন শিক্ষার্থীরা !

0
32

নিউজ ডেস্ক:

বছরের শেষে আনন্দের সঙ্গে সময় কাটানোর জন্য প্রচুর টাকার প্রয়োজন পড়ে৷ আর সেই টাকা রোজগারের জন্য পশু চিকিৎসার শিক্ষার্থীরা নগ্ন হয়ে ফটোশ্যুট করলেন। আর তারা এই নগ্ন ফটোশ্যুট করেন একটি ক্যালেন্ডারের জন্য৷

জানা গেছে, নিউজিল্যান্ডের মেসি বিশ্ববিদ্যালয়ের এই নগ্ন ক্যালেন্ডারের ফটোশ্যুটে অংশগ্রহণ করে তাদের ‘হাফওয়ে ট্রিপ’র জন্য বেশ কিছু টাকা রোজগার করে ফেলেছেন শিক্ষার্থীরা৷ এই ‘হাফওয়ে ট্রিপ’র মূল উদ্দেশ্যই ছিল তাদের আড়াই বছরের এই পড়াশুনার যাত্রা উদযাপন৷

তবে তারা কিন্তু এই টাকা শুধুমাত্র তাদের নিজেদের আনন্দ ফুর্তির জন্যই ব্যবহার করেনা৷ এই ক্যালেন্ডার থেকে প্রাপ্ত টাকার ১০শতাংশ টাকা তারা চ্যারিটিতে দান করেন তারা৷ এই বছর তারা এই ১০শতাংশ টাকা একটি মেন্টাল হেলথ ফাউন্ডেশন এবং তাদের অনুষ্ঠানে দান করেন৷

মেসি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মলি বার্কার ডেলি মেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রায় ১২ বছর আগে এই ক্যালেন্ডারটি তৈরি হয়৷ ওই বিশ্ববিদ্যালয়েরই তৃতীয় বর্ষের ছাত্রীরা এই একটা দিন এভাবেই উদযাপন করেন৷ এছাড়া দলের মধ্যে বন্ধন আরও মজবুত করতেই তারা এমন একটি উদ্যোগ নিয়েছেন৷ রিভার ব়্যাফটিং এবং স্কাই ডাইভিং করে তারা এই দিনটিকে স্মরণীয় করে রাখেন৷

সূত্রঃ কলকাতানিউজ টোয়েন্টিফোর সেভেন।