বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

অবশেষে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। আজ মঙ্গলবার (৬ আগস্ট) থেকে দেশের সকল অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা খাকবে। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআরের এক সংবাদ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ থেকে খোলা খাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একপর্যায়ের সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ১৭ জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ।

একই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধের ঘোষণা করা হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ ঘোষণা করা হয়।

পরে গত রোববার (৪ আগস্ট) থেকে ১২টি সিটি করপোরেশন বাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা ছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় চালুর সিদ্ধান্ত থেকেও সরে আসে মন্ত্রণালয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular