শিকার ধরতে এসি থেকে বেরিয়ে এল সাপ, অতঃপর… (ভিডিও) !

0
32

নিউজ ডেস্ক:

এই গরমে শান্তির জন্য সবাই চায় এসির বাতাস। অফিস হোক কিংবা বাড়ি, একটু আরাম পেতে এসির সুইচটা অন করে দিয়ে তারপর আর সেদিকে কে তাকায়। কিন্তু সেখান থেকেই নেমে আসতে পারে একেবারে সাক্ষাৎ মৃত্যু। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিও কিন্তু সেই কথাই বলছে।

চমকে দেওয়ার মতো সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরের জিনিসপত্রের উপর লাফিয়ে লাফিয়ে একটা ইঁদুর এসি মেশিনের নীচে পৌঁছাতেই এসির মধ্যে থেকে বেরিয়ে এল একটা বড় মাপের সাপ। মুহূর্তের মধ্যে সে ধরে নিল তার শিকারকে। তারপর আবার সাপটি ঢুকে গেল এসির মধ্যে।

১০ জুন সিঙ্গাপুরের এক বাসিন্দা এটি পোস্ট করেন তাঁর ফেসবুক পেজে। দেখতে দেখতে পোস্টটি ৪ কোটি ৮০ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। ভিডিওটি শেয়ার হয়েছে প্রায় ৪৬ হাজার আর এখনও পর্যন্ত প্রায় ৩৪ হাজার লাইক জমা হয়েছে পোস্টটির নীচে। আসুন দেখে নেওয়া যাক সেই ভয়ানক ভিডিওটি।