বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

শিওমী মি মিক্স আনছে গ্রামীণফোন !

নিউজ ডেস্ক:স্মার্টফোন নির্মাতা শিওমী-র হাইএন্ড ফোন মি মিক্স শীঘ্রই আসছে গ্রামীণফোন ই-স্টোরে। শাওমীর এই ডুয়ালসিম ফোন সর্বমোট চারটি ভিন্ন ভিন্ন সংস্করণে বিদ্যমান। ৪গিগাবাইট থেকে ৬ গিগাবাইট র্‌যাম বিশিষ্ট এই সকল ডিভাইসগুলো ইতিমধ্যেই নজর কেড়েছে এর বৃহৎ ডিসপ্লে এবং আনুপাতিক দীর্ঘস্থায়ী ব্যাটারীর জন্য। গ্রামীণফোন স্টোরে কোন সংস্করণে আসবে মি মিক্স তা নিশ্চিত জানা গেলেও, ধারণা করা যাাচ্ছে মূলত সাধ্যের মাঝে হাইএন্ড ডিভাইস অফারের চেষ্টা থাকবে দেশের এই শীর্ষ মোবাইল অপারেটরের। দেশব্যাপী গ্রামীণফোন সেন্টার ও অনলাইনে ক্রয় করা যাবে ফোনটি।

শিওমী মি মিক্স

এক নজরে শিওমী মি মিক্স:

– অ্যান্ড্রয়েড মার্শম্যালো ভিত্তিক MIUI 8.0
– কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট
– ৬.৪৪ ইঞ্চি ডিসপ্লে
– ৪৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী
– চার থেকে ছয় গিগাবাইট র্‌যাম
– ১৬মেগাপিক্সেল ক্যামেরা

Similar Articles

Advertismentspot_img

Most Popular