বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

শিওমি অবমুক্ত করছে রেডমি নোট ৪এক্স !

এরই মধ্যে আমরা শিওমির বিষয়ে বেশি কিছু গুজব শুনেছি। সম্প্রতি শোনা গেছে তাদের রেডমি নোট ৪ এক্স সম্পর্কিত গুজব। বেশ কয়েকদিন আগে এই চীনা কোম্পানিটি চীনে দুটি নতুন রঙের রেডমি ৪ বাজারে অবমুক্ত করেছে। এখনের খবর অনুযায়ী এই মোবাইল ফোন নির্মাতা কোম্পানিটি নোট সিরিজের আরো ফোন তৈরিতে মনোনিবেশ করতে চলেছে।

একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, শিওমি তাদের বর্তমানে বাজারে থাকা রেডমি নোট ৪ এর চেয়ে অধিক শক্তিশালী রেডমি নোট ৪ এক্স তৈরি করতে যাচ্ছে। এই আসন্ন ডিভাইসটিতে থাকবে ৪জিবি র‌্যাম ও ৬৪ জিবি সংরক্ষণ ক্ষমতা। এতে শক্তি যোগাবে স্ন্যাপড্রাগণ ৬৫৩ চিপসেট।

অন্যদিকে বর্তমানে বাজারে যে রেডমি নোট ৪ আছে তাতে দেয়া হয়েছে ২জিবি র‌্যাম ( যার ৩জিবি র‌্যামের একটি সংস্করণও আছে) এবং এটি চালাচ্ছে হেলিও এক্স২০ প্রসেসর। চীনের ব্যবহারকারীদের মধ্যে এখন এই নোট লাইনের ফোনটি ব্যাপক ভাবে জনপ্রিয়। সে কারণে যদি রেডমি নোট ৪ এক্স এর বিষয়ে প্রচারিত গুজব সত্যি হয় তবে গ্রাহকেরা তাদের সাধ্যের মধ্যে একটি ভালো মান ও কাজের ফোন পেতে চলেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular