বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

শাহরুখ পুত্র ও অমিতাভ বচ্চনের নাতনির অন্তরঙ্গ দৃশ্য ফের ভাইরাল !

নিউজ ডেস্ক:

শাহরুখ খান আর বচ্চন পরিবারের বন্ধুত্ব অনেকদিনের। এবার এই বন্ধুত্বের পারদকে এবার আরও খানিকটা উস্কে দিয়েছে দুই পরিবারের জেন ওয়াই। কারণ শাহরুখ পুত্র আরিয়ান খান ও বচ্চন নাতনি নাভ্যা নাভেলি নন্দা জড়িয়েছেন সেক্স স্ক্যান্ডালে।

সম্প্রতি তাদের একটি গোপন এমএমএস প্রকাশ্যে এসেছে। আর তা নিয়েই বর্তমানে তোলপাড় গোটা বি টাউন। সোশ্যাল ভিডিও সাইট ইউটিউবে ছড়িয়ে পড়েছে এই দুই মিনিটের ভিডিওটি।  এর আগেও একবার তাদের এরকম একটি ভিডিও ভাইরাল হয়। তখন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা- সমালোচনা হয়েছিল।

ভিডিওতে দেখা গিয়েছে গাড়ির ভিতর অন্তরঙ্গতাকেও ছাপিয়ে গিয়েছেন আরিয়ান ও নাভ্যা। এরইমধ্যে গণমাধ্যমের শিরোনামে রয়েছে এমএমএসটি। জানা গিয়েছে ঘটনার প্রকাশ পেতেই নাকি দুই পরিবারের মধ্যে চাপা অসন্তোষের সৃষ্টি হয়েছে। যদিও এই বিষয়ে কেউই এখনও প্রকাশ্যে মুখ খোলেনি।

অন্যদিকে, ভিডিওটিকে নকল বলে দাবি করেছেন অনেকে। তাদের মতো, ভিডিওটিতে যে প্রেমিক যুগলকে দেখা গিয়েছে তারা আরিয়ান ও নাভ্যা নয়, ওদের মতো দেখতে। খান ও বচ্চন পরিবারের গায়ে কালি লাগাতেই হয়ত কেউ ইচ্ছে করে এমন ভিডিও তৈরি করেছে।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

Similar Articles

Advertismentspot_img

Most Popular