বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

শাহরুখ-আনুশকাকে নিয়ে আসছে ‘জাব উই মেট’-এর সিক্যুয়াল !

নিউজ ডেস্ক:

বেশ কিছুদিন হয়ে গেছে বড়পর্দায় একসঙ্গে দেখা মেলেনি শাহরুখ-আনুশকার। ভক্তদের সেই প্রত্যাশাই এবার পূরণ করতে চলেছেন পরিচালক ইমতিয়াজ আলি। তার পরবর্তী ছবিতে জুটি বাঁধছেন শাহরুখ-অনুষ্কা।

শাহরুখ-আনুশকা জুটির প্রত্যাবর্তনের কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। কিন্তু কি হতে চলেছে সেই ছবির নাম, তা নিয়ে রহস্যের শেষ নেই। তবে এই রহস্য যিনি তৈরি করে রেখেছেন, তিনি আর কেউ নন, স্বয়ং পরিচালক ইমতিয়াজ আলি।

শ্যুটিং শুরুর আগে এই ছবির তিনি নামকরণ করেন ‘রিং’। পরে সেই নাম পরিবর্তন করে ছবির নাম হয় ‘রেহনুমা’। ‘রিং’ সেভাবে পছন্দ না হলেও ‘রেহনুমা’ নামটি বেশ পছন্দ করেছিলেন শাহরুখ ভক্তরা। কিন্তু এবার সেই নামটিও পাল্টে দিলেন পরিচালক।

জানা গেছে, ছবিটি মুক্তি পেতে চলেছে আগস্টে। আর এখনও ছবির নামই ঠিক করে উঠতে পারছেন না পরিচালক। তাই জল্পনা ছিল তাহলে কি পিছিয়ে যেতে পারে ছবির রিলিজ ডেট। তবে সেই জল্পনায় পানি ঢেলে দিয়েছেন শাহরুখ। ‘রিং’ বা ‘রেহনুমা’ নয়, তার পরবর্তী ছবির নাম ‘জাব হ্যারি মেট সেজল’ হবে বলে জানিয়েছেন কিং খান।

তবে এই নাম শোনা মাত্রই যে ছবির কথা মাথায় আসে, তা হল ইমতিয়াজ আলির প্রথম ছবি ‘জাব উই মেট’। যেহেতু ‘জাব হ্যারি মেট সেজল’ একটি রোম্যান্টিক সিনেমা বলেই জানা গেছে। তাই দর্শকদের মনে একটা প্রশ্নই ঘুরছে তাহলে কি ‘জাব উই মেট’-এর সিক্যুয়াল এই  ‘জাব হ্যারি মেট সেজল’।

তবে এই ব্যাপারে মুখ খোলেননি পরিচালক ইমতিয়াজ আলি। তবে শুধুই ‘জাব উই মেট’ নয়, এই ছবির নামের সঙ্গে আরেকটি যে সিনেমার নাম উঠে আসছে, সেটি হল ১৯৮৯ সালের মুক্তিপ্রাপ্ত একটি জনপ্রিয় রোম্যান্টিক কমেডি ছবি ‘হোয়েন হ্যারি মেট স্যালি’। তবে শুধুই কি নামের এফেক্ট নাকি চিত্রনাট্যেও আছে কোনও মিল তা তো জানা যাবে ছবির মুক্তির পর।

Similar Articles

Advertismentspot_img

Most Popular