বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

শাহরুখকে প্রথম দেখার অনুভূতি !

নিউজ ডেস্ক:

‘রইস’ সিনেমায় বলিউড অভিষেক হয়েছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। প্রথম ছবিতেই তিনি সহশিল্পী হিসেবে পেয়ে গেছেন শাহরুখ খানকে। অথচ অনেক নামি দামি বলিউড অভিনত্রীও তদবির করে এ সুযোগটা পান না। শাহরুখের সঙ্গে মাহিরার প্রথম দেখা হওয়ার অনুভূতিটা কেমন ছিল।

সম্প্রতি মাহিরা জানিয়েছেন সে কথা। ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর শাহরুখ মাহিরার সঙ্গে দেখা করতে যান। শাহরুখকে দেখেই সালাম দেন মাহিরা। ‘আসসালামুআলাইকুম’, প্রথমে এটাই শাহরুখকে বলেছিলাম। পরে তিনি আমি ও আমার পরিবারের সদস্যরা কেমন আছি জিজ্ঞেস করেছিলেন। আমাদের মধ্যে খুব সংক্ষিপ্ত কথা বার্তা হয়েছিল। তখন ফটোশ্যুট হচ্ছিল। তাকে দেখেই পুরোপুরি ভদ্র একজন মানুষ মনে হয়েছিল। শাহরুখ আমাকে আরও বলেন, ‘আমরা আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। ‘

রাহুল দোলাকিয়ার পরিচালনায় ‘রইস’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৫ জানুয়ারি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular