শাহরুখকে টেক্কা দিবেন বিরাট !

0
28

নিউজ ডেস্ক:

একদিনের ও টোয়েন্টি ২০ দলের অধিনায়ক হওয়ার পর বিরাট কোহলির ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে প্রায় ২০-‌২৫ শতাংশ। এখন বিরাট কোহলির ব্র্যান্ড ভ্যালুর পরিমাণ প্রায় ৯ কোটি ২০ লাখ ডলার অর্থাৎ ‌‌৬১৫ কোটি  ৫৭ লাখ ৪০ হাজার টাকা।

জানা গেছে, বিজ্ঞাপনের বাজারে বলিউড বাদশা শাহরুখের পরই এখন বিরাটের স্থান। শাহরুখের ব্র্যান্ড  ভ্যালু এখন ১৩ কোটি ১০ লাখ ডলার। তবে বিরাট যে ভঙ্গিতে ব্যাট করছেন এবং যেভাবে ডাবল সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরি করছেন তাতে বিজ্ঞাপনের বাজারে তার দর আরও বাড়বে বলেই অনুমান করা হচ্ছে !