বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

শাহরুখকেই ছাপিয়ে গেছেন যে তরুণী !

নিউজ ডেস্ক:

‘রইস’ ছবির প্রচারে পুনে গিয়ে অচেনা এ তরুণীকেই সেলিব্রেটি বানিয়ে দিলেন শাহরুখ খান। পুনেতে শাহরুখ খান ভক্তদের সঙ্গে  সেলফি তোলেন।

তেমনই একটি সেলফিতে অনেকের সঙ্গে ছিলেন ওই তরুণী। মুগ্ধতা নিয়ে শাহরুখের ফোনের দিকে তাকিয়ে ছিলেন। আর এইটুকুতেই নেটদুনিয়ায় সেই মেয়েটিকে নিয়ে শুরু হয় আলোচনা।কেউ বলছেন, মেয়েটি মডেল। কেউ আবার বলছেন, শাহরুখের ছবির নতুন নায়িকা। কিন্তু সাইমা হুসেন নামের ওই মেয়েটি শাহরুখের ছবির নায়িকা নন। বলিউডের বাদশা তাকে চেনেনও না। অথচ সেলফির সুবাদে শাহরুখকেও যেন ছাপিয়ে বাজিমাৎ করলেন এই মেয়ে। এখন নাকি আগের চেয়েও বেশি বিয়ের প্রস্তাবও আসছে তার কাছে!

শ্রীনগরের বাসিন্দা সাইমা হুসেন বর্তমানে পুনেতে থাকেন। তিনি ডিজাইনিং নিয়ে পড়ছেন। ২১ বছরের সাইমা সম্প্রতি জানতে পেরেছেন ইন্টারনেটে তিনি বিখ্যাত হয়ে গিয়েছেন। সাইমা জানান, শাহরুখের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলবেন, এমন কথা কল্পনাও করেননি কোনওদিন। ভিড় ঠেলে কোনোরকমে সামনে পৌঁছেছিলেন। আর এক ছবিতেই তিনি জিতে নিয়েছেন সবার মন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular