শাহবাগ মোড়ে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য !

0
27

নিউজ ডেস্ক:

রাজধানীতে আজ দুপুরে রমনা থানাধীন শাহবাগ মোড়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. মনজুরুল (৩০) নামের এক পুলিশ সদস্য। পরে বিকেল তিনটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে রমনা থানার এসআই মশারফ জানান, মনজুরুল সরকারী ডাক নিয়ে আজ ঢাকায় আসেন। দুপুরের দিকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মনজুরুল সিরাজগঞ্জ জেলা পুলিশের কনেস্টেবল পদে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।