শাহজালালে স্বর্ণের বারসহ যাত্রী আটক !

0
28

নিউজ ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের তিনটি বারসহ মো. সানা উল্লাহ (৪২) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

আজ বুধবার সকালে মালয়েশিয়া থেকে আগত ইউএস বাংলা বিএস৩১৪ ফ্লাইটে বিমানবন্দরে আসলে তার শরীরের বিশেষ স্থানে লুকানো ওই বারগুলো উদ্ধার করা হয়। পরে সানা উল্লাহকে আটক করে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।  আটক সানা উল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান জানান, বুধবার ভোর ৫টায় কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সানা উল্লাহকে শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা সন্দেহ করেন। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রামের তিন তিনটি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত এ স্বর্ণের মূল্য ১৫ লাখ টাকা।
শুল্ক আইনে আটক সানার বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।