শাহজালালে বিপুল পরিমাণ সিগারেট জব্দ!

0
46

নিউজ ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার দিবাগত রাতে ৮৮৭ কার্টন থেকে প্রায় দুই লাখ পিস সিগারেট জব্দ করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, সিগারেটের কার্টনগলো পরিত্যক্ত অবস্থায় ৫নং ব্যাগেজ বেল্টের পাশে ট্রলির উপর পাওয়া যায়। রাত আনুমানিক একটায় ট্যাগহীন পরিত্যক্ত ১২টি ব্যাগেজ কাস্টমস হলে নিয়ে আসা হয়।

পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।